পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন 'অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'র উদ্যোগে ৫০টি পথ কুকুরের শীত নিবারণের জন্য‘উষ্ণ বিছানা’তৈরি করা হয়েছে। কনকনে ঠান্ডা থেকে কুকুরগুলোর সুরক্ষা নিশ্চিত করতে শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌরসভার বিভিন্ন স্থানে এই বিছানা বসানো হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাটের বস্তা ও ধানের খড় দিয়ে তৈরি এই উষ্ণ বিছানাগুলো কুকুরগুলোর জন্য স্থাপন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ, বন্ধুসভার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, অ্যানিমেল লাভার্স সংগঠনের ডাটা কালেক্টর বাইজিদ মুন্সি এবং সদস্য এইচ এম মাসুদ, ইউসুফ রনি, আদনান রাকিবসহ অন্যান্য স্বেচ্ছাসেবক।
বাইজিদ মুন্সী বলেন, 'তীব্র এই শীত থেকে বাঁচতে মালিকবিহীন বা পথ কুকুরের জন্য আমরা প্রায় অর্ধশতাধিক উষ্ণতার বিছানা বানিয়ে দিয়েছি। আমরা প্রতিটি প্রাণীর জন্য কাজ করে যাবো।'
উপজেলা নির্বাহী অফিসার, মো: রবিউল ইসলাম বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্স সদস্যদের। রাস্তার কুকুরের জন্য একটু উষ্ণতা ছড়াতে রাস্তায় নেমে কাজ করার ঘটনা আমাদের দেশে বিরল। আমরা আশাবাদী এই মহৎ কাজের মাধ্যমে জনগণ, সমাজ তথা দেশ সুন্দর একটি ম্যাসেজ পাবে।
রাসেল