ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি

প্রকাশিত: ০৯:৩০, ১২ জানুয়ারি ২০২৫

আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি

হাসপাতালে ভর্তি আহত একজন।

আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মেহেরাব খান ও মিরাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের ছাত্র প্রতিনিধি। মেহেরাব মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। আর মিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ছাত্র প্রতিনিধি ওমর ফারুক জানান, ১৩ জানুয়ারি মানিকগঞ্জে ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশের লিফলেট বিতরণ কর্মসূচির জন্য প্রতিটি উপজেলা থেকে আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রাখে তাদের মানিকগঞ্জে ডাকা হয় আলোচনা সভার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে পৌরসভার বেউথা এলাকার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা করেন। সভার শেষ পর্যায়ে দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি হলে তা মারামারির পর্যায়ে পৌঁছায়। এতে দুই গ্রুপের মেহেরাব খান ও মিরাজ আহত হন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় নেতাসহ দুই পক্ষ বর্তমানে থানায় অবস্থান করছে। অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এম হাসান

×