থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে শনিবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড
থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ধলেশ্বরী টোল প্লাজার সামনে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মারামারি মামলার প্রধান আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে শুক্রবার রাত ১০টার দিকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধলেশ্বরী টোল প্লাজা ব্লকেড করে।
পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অপরাধীদের গ্রেপ্তারে ৩ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ধলেশ্বরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি স্থগিত করা হয়। এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে গাড়ির দীর্ঘ জট লেগে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
উল্লেখ্য, শুক্রবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মারামারি মামলার এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে (৪০) শ্রীনগর থানা থেকে রাত ১০টার দিকে তারা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই-তিনশ’ লোক ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিতে দিতে পুলিশ হেফাজতে থাকা তরিকুলকে থানার ভেতরের হাজতখানা থেকে নিয়ে চলে যায়।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, উপজেলা যুবদলের সভাপতির পক্ষ থেকে আসামিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। এর আগে রাত ৮টার দিকে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।