ছবি সংগৃহীত
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠিত জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং প্রক্সি পরীক্ষার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
আজ সকাল ১০টায় শুরু হওয়া ১ ঘণ্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভবানীপুরের শামসুল হকের ছেলে মো. ছাইমুন ইসলাম (২৫), সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ, মধ্য উড়িয়ার আবুল কালাম আজাদের ছেলে শাহ সুলতান (৩২) ও গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার বুলবুল আহমেদের ছেলে রাশেদ আহমেদ (২৪)।
এদের মধ্যে মো. ছাইমুন ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে এবং আসাদুজ্জামান আসাদ প্রক্সি পরীক্ষা দিতে মূল পরীক্ষার্থীর পরিবর্তে উপস্থিত ছিলেন। অন্যদিকে, শাহ সুলতান ও রাশেদ আহমেদ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিয়মিত মামলা দায়ের করা হবে ।
আশিক