ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

রংপুরে কাদের গণি চৌধুরী

যারা চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য সাংবাদিকতা নয়

প্রকাশিত: ২২:৪২, ১১ জানুয়ারি ২০২৫

যারা চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য সাংবাদিকতা নয়

রংপুরে সাংবাদিক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হতে হবে পুরোপুরি সত্য, আংশিক নয়। সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে। তিনি বলেন, যারা সাংবাদিকতা করতে ভয় পান বা লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশের সাহস নেই, তারা সাংবাদিকতা করবেন না। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের লড়াকু মনোভাব এবং গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে গণমাধ্যমে প্রাতিষ্ঠানিকতা নেই, যার কারণে রাজনীতিকরা, আমলারা এবং ব্যবসায়ীরা গণমাধ্যমকে তাদের স্বার্থে ব্যবহার করে আসছেন। ফলে, সংবাদপত্রগুলোর সঠিক তথ্য প্রদান ক্ষমতা কমে যাচ্ছে। অনেক গণমাধ্যম মালিকরা রাজনীতি ও ব্যবসার ঢাল হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করছেন। অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলেও মত দেন তারা।
 
এছাড়াও, সাংবাদিকতা থেকে উঠে আসা অপসংবাদ এবং বেসামরিক কর্তৃপক্ষের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, দেশের সংবাদপত্রকে তাদের স্বাধীন ভূমিকা পালন করতে দিতে হবে এবং যে সরকারই ক্ষমতায় থাকুক, সংবাদপত্রের বিরুদ্ধে দমন-পীড়ন চলতে দেওয়া উচিত নয়।

সমাবেশে রংপুর ছাড়াও দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, সৈয়দপুর, বগুড়ার সাংবাদিকরা যোগ দেন। উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংবাদিক নেতারা।

রিফাত

×