আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকা-ের মামলায় হুকুমের আসামি যুবদল নেতার মুক্তি দাবি
আওয়ামী লীগের দলীয় কোন্দলে ক্রসফায়ারে নিহত আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকাণ্ডের মামলায় হুকুমের আসামি হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবিতে বিএনপি শনিবার দুপুরে টঙ্গী কলেজ গেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে দু’ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। নূরুল ইসলাম সরকার মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নূরুল ইসলাম সরকারের ছেলে শাহনূর ইসলাম সরকার।
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিকদল সভাপতি সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বসির উদ্দিন, সাজেদুল ইসলাম, আবদুর রহিম কালা, সেলিম কাজল ও প্রত্যয় বেপারি। বক্তারা বলেন, নিরপরাধ নূরুল ইসলাম সরকারের মুক্তি দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচিসহ ঢাকা-টঙ্গী-গাজীপুর-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অচল করে দেওয়ার দেওয়া হবে।