বেড়িবাঁধের বাইরে ম্যানগ্রোভ বনাঞ্চল সাগরে বিলীন হয়ে যাচ্ছে
বনবিভাগ কুয়াকাটা ক্যাম্পের এক হাজার আট শ’ ১৮ একরের অন্তত আট শ’ একর সাগরে বিলীন হয়ে গেছে। একইভাবে গঙ্গামতি ক্যাম্পের ১১২৮ একরের প্রায় তিন শ’ একর সাগর গিলে খেয়েছে। খাজুরা ক্যাম্পের ৩৪৬ একরের নেই অর্ধেকটা। ধুলাসার ক্যাম্পের ৪৬১ একরের নেই এক শ’ একরও। ইকোপার্কসহ জাতীয় উদ্যানের নেই দুই তৃতীয়াংশ। এভাবে বেড়িবাঁধের বাইরে কুয়াকাটা সৈকতের দীর্ঘ ১৮ কিলোমিটার এলাকার দেড় সহস্রাধিক একর বনভূমিসহ সংরক্ষিত বনাঞ্চল গত ২৪ বছরে সাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে গেছে। গোটা সৈকতের অন্তত দুই কিলোমিটার প্রস্থ এলাকা সাগর গিলে খেয়েছে। দুর্যোগকালীন ঝড়-জলোচ্ছ্বাসের ঝাপটা প্রাথমিকভাবে বাধাগ্রস্ত হওয়ার সবুজ দেওয়াল এভাবে সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীনের এই ধারা অব্যাহত রয়েছে।
এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, বনবিভাগ কিংবা বিচ ম্যানেজমেন্ট কমিটির কার্যকর কোনো পদক্ষেপ দীর্ঘদিনেও পরিলক্ষিত হয়নি। শুধু প্রকল্প তৈরি করে প্রস্তাবনা আকারে পাঠানো পর্যন্ত শেষ। এরপর আর কোনো অগ্রগতি নেই। আর জিরো পয়েন্টের দুই দিকে তিন শ’ মিটার সৈকতে বেলাভূমে জিওব্যাগ ও জিও টিউবের জরুরি প্রটেকশন। যাতে শ্যাওলা ধরে গেছে। বালু বেরিয়ে গেছে। পর্যটকরা প্রতিনিয়ত হাঁটতে গিয়ে পা পিছলে আহত হচ্ছেন। যা নিয়ে পর্যটকসহ স্থানীয়দের প্রশ্ন রয়েছে। বিনিয়োগকারীসহ পর্যটকের দাবি জরুরিভাবে সমীক্ষা শেষে গোটা সৈকত সাগরের ভাঙন থেকে রক্ষা করা হোক। সবুজ বনাঞ্চল যেটুকু আছে তা রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেওয়া হোক। স্থানীয় জেলেরা জানান, ২০০০ সালেও সৈকতের খাজুরা থেকে কাউয়ারচর পর্যন্ত দীর্ঘ এলাকা ছইলা-কেওড়া, গেওয়া, কড়াইসহ বিভিন্ন ধরনের গাছপালায় পরিপূর্ণ বনাঞ্চল ছিল। এখন সব সাগরে নিশ্চিহ্ন হয়ে গেছে। বেড়িবাঁধ থেকে সাগরের পারে যেতে আধাঘণ্টা সময় লাগত। এখন পাঁচ মিনিটও লাগে না। পরিবেশ কর্মী ও কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, কুয়াকাটা সৈকতের অধিকাংশ বনাঞ্চল সাগরে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন যা আছে তা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তিনি।
বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, কুয়াকাটার জাতীয় উদ্যানসহ দীর্ঘ সৈকত ঘেঁষা ম্যানগ্রোভ-ননম্যানগ্রোভ ৭৫ শতাংশ বনাঞ্চল সাগরে বিলীন হয়ে গেছে। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।