ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো সাবেক ইউপি সদস্যের লাশ

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:৩০, ১১ জানুয়ারি ২০২৫

নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো সাবেক ইউপি সদস্যের লাশ

ছবি: জনকন্ঠ

নিখোঁজের ৫ দিন পর পদ্মা নদীতে ভেসে উঠেছে শিবালয়ের আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল বারেকের মরদেহ। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পদ্মার ভাটিতে কালিতলা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বারেক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন বারেক। এ ঘটনায় শিবালয় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। আজ শনিবার পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার কালিতলায় একটি ভাসমান রেস্টুরেন্টের নিচে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বারেকের লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, পদ্মার কালিতলা এলাকায় মরদেহটি ভেসে থাকার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নৌ-পুলিশের অধীন হওয়ায় তারা আইনগত ব্যবস্থা নিবেন।

 

ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বলেন, থানা থেকে আমাদের ঘটনা জানানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তাবিব

×