ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সারাদেশে বেড়েছে শীতের দাপট, বইছে তীব্র শৈত্যপ্রবাহ!

প্রকাশিত: ১৯:২০, ১১ জানুয়ারি ২০২৫

সারাদেশে বেড়েছে শীতের দাপট, বইছে তীব্র শৈত্যপ্রবাহ!

কনকনে ঠান্ডা বাতাসের দাপটে শীতের প্রকোপ প্রকট হয়ে উঠেছে। ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকায় দৃশ্যমানতা প্রায় শূন্য। তাপমাত্রার পারদ ক্রমশ নিচে নামছে, ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। দিনের বেলাতেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে গিয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ। অনেকে শীত নিবারণের জন্য ঘরের কোণে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন। এক শ্রমজীবী জানান, “আমরা উত্তরবঙ্গের মানুষ প্রচণ্ড শীতে খুব কষ্ট পাচ্ছি। রাস্তাঘাটে লোকজন কম থাকায় কাজের সুযোগও কমে গেছে। সকালে কাজে যেতে দেরি হচ্ছে, তবু ঠান্ডা সহ্য করেই বের হতে হয়।”

এদিকে প্রচণ্ড ঠান্ডায় বেড়ে গেছে জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত নানা রোগ। প্রতিদিনই এসব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী, যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। রোগীর সংখ্যা সজ্জার তুলনায় অনেক বেশি হওয়ায় নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

এক রোগীর অভিভাবক বলেন, “আমার শিশুটি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে। সারারাত বসে কাটিয়েছি। এমন পরিস্থিতিতে রোগী আনতে গিয়েও আমরা ঠান্ডায় অসুস্থ হয়ে যাচ্ছি।”

চিকিৎসকরা ঠান্ডাজনিত সমস্যার হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

রাজু

×