ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ১৮:৩৫, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৩৮, ১১ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত থেকে হরিরহাট বাজার সংলগ্ন এলাকায় দুই দফায় সংঘর্ষ হয়।

জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নর হরিরহাট বাজার সংলগ্ন খেয়াঘাট দিয়ে বর্ষা মৌসুমে ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়ার কাজ করা হয়। শুকনো মৌসুমে খেয়াঘাটের জায়গাটি পরিত্যক্ত পড়ে রয়েছে। এ সুযোগে ওই খেয়াঘাটের পরিত্যক্ত জায়গায় শুক্রবার সন্ধ্যায় বড়দিয়া গ্রামের রিজু ও আমির ঘর তোলেন। এ সময় পূর্ব আলগী গ্রামের নাঈম ঘর তুলতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে লিপ্ত হয়। রাতে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে শনিবার ভোরে ফের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১২ জন আহত হন।

আলগী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়া জানান, ঘর তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজু

×