ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

রিক্সা চালকের সাথে নাগরিক কমিটির মতবিনিময় 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:১৭, ১১ জানুয়ারি ২০২৫

রিক্সা চালকের সাথে নাগরিক কমিটির মতবিনিময় 

ছবি - জনকণ্ঠ

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় রিক্সাচালকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দিনের রাজনীতিতে শ্রমিকের অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করে বক্তব্য প্রদান করেন আহ্বায়ক নাসির পাটওয়ারি। এই সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় সদস্য ঋয়াজ মোর্শেদ।  

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপস্থিত রিক্সাচালক ভাইয়েরা। শ্রমজীবী মানুষের নিত্যদিনের দুর্দশা ফুটে ওঠে তাদের বক্তব্যে। বিগত ৫৩ বছরের রাজনীতিতে কিভাবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে রিক্সাচালকেরা ক্ষোভ প্রকাশ করেন। 

উপস্থিত রিক্সাচালক, ছাত্র-জনতা ও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে তাৎক্ষণিক র‍্যালির মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।

মনিষা মিম

×