ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা তালতলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তালতলা বাজারে হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিক ও সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের ছেলে রাহুল মোল্যার (২৩) মধ্যে সিঙারা খাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রাহুল ও তার সহযোগীরা বিল্লালের হোটেলে ভাঙচুর চালায়।
পরবর্তীতে ফরিদ হোসেন ক্ষতিপূরণ হিসেবে বিল্লালকে দুই হাজার টাকা দেন। তবে বিল্লাল তা প্রত্যাখ্যান করে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।
শুক্রবার সকালে বৈঠকের আগেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। আওয়ামী লীগ নেতা নাসির মল্লিক ও বিএনপি নেতা ফরিদ হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গণমাধ্যমকর্মী সিরাজুল ইসলামসহ দুই পক্ষের প্রায় ২০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন নাসির মল্লিক, মোহাম্মদ আলী, ওমর মল্লিক, সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন, টুলু শেখ, আকিম বিশ্বাস প্রমুখ।
বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল জানান, সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে সংঘর্ষের চিত্র উঠে এসেছে। ভিডিও দেখুন: https://youtu.be/mxwR1VKBtJo?si=zgrSVo4jY4P9cG4i
এম.কে.