ছবি: ভৈরব থানা
কিশোরগঞ্জের ভৈরব শহর এখন ছিনতাইকারীদের দখলে। প্রতিদিন কোন না কোন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দিনে দুপুরে পাল্লা দিয়ে হচ্ছে ছিনতাই। অতি প্রয়োজন ছাড়া মানুষ আতংকে ঘর থেকে বেড় হচ্ছে না।
ভৈরব থানায় ৫ আগষ্টের পর নতুন পুলিশ সদস্য আসলেও এখনো বেশ কিছু পুলিশ সদস্য কৌশলে থেকে যায়। মূলত আওয়ামীলীগ সরকারের আমলে ভৈরব থানায় যোগদান করা যে সকল পুলিশ সদস্য এখনো আছে তারাই নতুন পুলিশ সদস্যদের বিভিন্ন ভাবে রাজনৈতিক ও ছাত্রদের ভয় দেখায়।
এতে নতুন যোগদানকৃত পুলিশ সদস্যরা তাদের পেশাগত দায়ীত্ব সঠিক ভাবে পালন করতে পারছেনা। শহরে চুরি,ছিনতাই ও মাদকের ছড়াছড়ি বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে,গত বছর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশের মত কিশোরগঞ্জের ভৈরব থানা ও বাজার শহর পুলিশ ফাড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যদের অত্র জেলা থেকে সরিয়ে দেয়া হয়।
পর্যক্রমে নতুন পুলিশ সদস্য ভৈরব থানায় যোগদান করেন। তবে ভৈরব শহর ফাড়িতে বছর খানেক আগে আওয়ামী লীগ সরকারের আমলে আসা এটিএএসআই সাইফুল ইসলাম কৌশলে থেকে যায়। ভৈরব থানাতেও কিছু পুলিশ সদস্য বহাল রয়েছে।
নতুন পুলিশ সদস্যরা যোগদান করলেও তাদের কাজের গতি নেই। তারা থানা থেকে বের হন না। কারন হিসাবে জানা গেছে, পুলিশ সদস্যরা অপরাধ নিয়ন্ত্রনে কাজ করতে চাইলে শহর ফাড়ির এটিএএসআই সাইফুল ইসলাম পুলিশ সদস্যদের রাজনৈতিক ও সমন্বয়কদের বরাত দিয়ে তাদের কাজের গতি কমিয়ে দেয়।
এরই মাঝে এটিএএসআই সাইফুল কে শহর ফাড়ি থেকে কিশোরগঞ্জ সদর থানার ২ নংপুলিশ ফাড়িতে বদলী করা হয়। বদলীর আদেশ আসলেও তিনি বিভিন্ন মহলের তদ্বীর করে এখনো বহাল তবিয়ে আছেন। আওয়ামী লীগ পুলিশের এতোই ক্ষমতা যে পুলিশ সুপারের নিদের্শ মানছেন না। এ এসআই সাইফুলের কাছে নব্যযোগদানকৃত পুলিশ সদস্যরা অসহায়। যে কারনে পুলিশের কাজের গতি কমেছে।
পুলিশের কাজের গতি কমে যাওয়ায় সুবিধা নিচ্ছে অপরাধীরা। ভৈরব পৌর শহরসহ গ্রাম গুলোতে এখন ছিনতাই আতঙ্ক বিরাজ করছে। বেড়েছে চুরি ছিনতাই ও মাদক ব্যবসা। গেল ৫ মাসে ভৈরবে প্রায় ৩ শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত হয়েছে বহু পথচারী। যার কোন প্রতিকার হচ্ছে না।
ভৈরব থানার অফিসার ইনচার্জ জনকণ্ঠকে জানান, তিনি নতুন এসেছেন,অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছেন।
শহর পুলিশ ফাড়ির ইনচার্জ তার ফাড়িতে কর্মরত এটিএএসআই সাইফুলের বদলীর আদেশ এসেছে স্বীকার করেন। তবে তিনি পুলিশসুপারের দেয়া বদলীর আদেশটি বাতিলের জন্য চেষ্টা করছেন বলে তিনি জানান।
শিলা ইসলাম