সংগৃহিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ওই এলাকার আনারুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ছোড়া গুলি শহিদুলের বুকের ডান পাশে লাগে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আহত শহিদুলের বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সায়মা ইসলাম