রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি মেলিনা। শুক্রবার জাহাজটি বন্দরের ৯নং জেটিতে অবস্থান করছিল। মালামাল খালাস শেষে সড়ক পথে পাবনার রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান।
মো. মাকরুজ্জামান বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মোংলা বন্দরের মাধ্যমে শুরু থেকেই আমদানি হয়ে থাকে। এবারও বিপুল পরিমাণ জেনারেল মেশিনারি এসেছে। খালাস শেষে পণ্যগুলো সড়কপথে রূপপুরে পাঠানো হবে। ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পায়। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়ন্টে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজেগুলোতে কয়লা, জিপশাম, ড্যাপ, টিএসপি, এমওপি সার, ক্লিংকার, এলপিজি, বিভিন্ন পণ্যের কন্টইেনার ও পাথর রয়েছে।
মহি