বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়ার ব্যবস্থাপনায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কাশালিয়া ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক হেদায়েত মুন্সি সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিনা, ননীক্ষির ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাজু