ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নান্দাইলে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শাহাব উদ্দিন যৌথবাহিনীর হাতে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৩৯, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৪০, ১০ জানুয়ারি ২০২৫

নান্দাইলে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শাহাব উদ্দিন যৌথবাহিনীর হাতে গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়াকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। আজ শুক্রবার রাতে বাঁশহাটি এলাকার শুক্কুর আলী মেম্বারের বাড়ি পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, শাহাব উদ্দিন ভূঁইয়া চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ স্থাপনায় সহযোগিতা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন তিনি।

গৌরিপুর ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত মেজর নায়িম হাসান জানান, ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শাহাব উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে। নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ বলেন, চেয়ারম্যানকে গ্রেফতারের পর নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শিহাব

×