ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ফরিদপুর

মাছের কি দোষ?

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২১:০৬, ১০ জানুয়ারি ২০২৫

মাছের কি দোষ?

ছবি : সংগৃহীত


ফরিদপুরের সালথায় রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে মাছ নিধনের বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর। এর আগে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা নমুপাড়া গ্রামের একটি পুকুরে (০৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। মোশাররফের বাড়ি পার্শবর্তী একই ইউনিয়নের সাধুপাড়া গ্রামে।

ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর বলেন, বৃহস্পতিবার রাতে নমুপাড়ার কয়েকজন যুবককে আমার পুকুরের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। হয়তো তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। আমি গরীব মানুষ আমার প্রায় ৩০ হাজার টাকার মাছ মরে গেছে। যারা আমার মাছের ক্ষতি করেছে প্রশাসনের কাছে আমি তাদের শাস্তির দাবি জানাই।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, 'এ বিষয়ে মোশাররফ মাতুব্বরের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

অভিজিৎ রায়/মো. মহিউদ্দিন

সম্পর্কিত বিষয়:

×