ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

গত সরকারের আমলে বন্ধ

বাগেরহাটে ১৭ শিল্পপ্রতিষ্ঠান চালুর দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:৪০, ১০ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ১৭ শিল্পপ্রতিষ্ঠান চালুর দাবিতে বিক্ষোভ

লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফকিরহাটে বন্ধ হওয়া লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। শুক্রবার কাটাখালি-মোংলা মহাসড়ক সংলগ্ন মুনস্টার জুট মিলের সামনে এই কর্মসূচিতে কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।
শ্রমিকদের দাবি, প্রায় ৪০ বছর ধরে লখপুর গ্রুপ এই অঞ্চলে ব্যবসা করছে। গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার মানুষ কাজ করত। বিগত সরকারের আমলে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রুপের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা।
শ্রমিকদের জীবন বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা।
লখপুর গ্রুপের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, আওয়ামী সরকারের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের চাপে লখপুর গ্রুপের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্যতার সরকার এসেছে, এই সরকার যদি স্থগিত করে রাখা ব্যাংক হিসাব খুলে মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে আবারও প্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে।

×