ছবি সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দিরে চুরি হয়েছে। আজ ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে এ ঘটনায় ঘটে।চোরেরা মন্দিরের দুটি গেটের তালা ভেঙে প্রায় ৪ লাখ টাকা মূল্যের সোনা-রুপার গহনা এবং পিতলের আসবাবপত্র নিয়ে গেছে বলে জানা যায়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস জানিয়েছেন, ১৫০ বছর পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি মনে করেন, এটি একটি পরিকল্পিত চুরি। চুরির খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানিয়েছেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চোরদের শনাক্ত ও চুরি হওয়া সামগ্রী উদ্ধারে কাজ করছে।
মন্দিরের পুরোহিত অশীষ চন্দ্র চক্রবর্ত্তী জানান, আজ সকালে পূজার জন্য মন্দিরে এসে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরে মন্দির কমিটি ও পুলিশকে বিষয়টি জানানো হয়।
আশিক