ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ফুলকপি এখন গরু-ছাগলের খাবার!

প্রকাশিত: ২০:০৭, ১০ জানুয়ারি ২০২৫

ফুলকপি এখন গরু-ছাগলের খাবার!

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিভিন্ন গ্রামের ফুলকপি চাষীরা বর্তমানে চরম বিপাকে পড়েছেন। বাজারে ফুলকপির দাম এতটাই কম যে, বিক্রি করেও উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। এক থেকে দেড় টাকা দামে বিক্রি হওয়া ফুলকপির লাভ তো দূরের কথা, ক্ষেত থেকে তুলতে শ্রমিকদের মজুরি এবং পরিবহন খরচও উঠে আসছে না।

এই অবস্থায় বাধ্য হয়ে অনেক চাষী ক্ষেতেই ফুলকপি নষ্ট হতে দিচ্ছেন। কেউ কেউ নতুন করে হালচাষ করছেন ফুলকপি ওভাবে রেখেই। আবার অনেক চাষী হতাশ হয়ে ফসল গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দিচ্ছেন। কেউ কেউ ফুলকপি খাওয়াচ্ছেন গরু-ছাগলকে।

স্থানীয় চাষীরা জানান, ফুলকপি চাষে ৩০-৪০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বাজারে প্রতিটি ফুলকপি এক টাকায় বিক্রি হলেও সেই টাকায় খরচের ৪-৫ হাজার টাকাও উঠছে না।

চাষীদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন সমস্যা দেখা দেয়।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/15bibVpE4y/

রিফাত

×