ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শটগান উদ্ধার

 নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):

প্রকাশিত: ১৫:৫৫, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৬, ১০ জানুয়ারি ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শটগান উদ্ধার

উদ্ধারকৃত শর্টগান

ভোলার লালমোহন কালমা ইউনিয়নে একটি বিদ্যালয় নিচ তলা  থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৯টার দিকে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলা থেকে এ শটগানটি উদ্ধার করা হয়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, একটি গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৯টার দিকে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলায় ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন রাখার কভারে রক্ষিত শটগানটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের গায়ে ইংরেজিতে-Remington 870 EXPRESS MAGNUM C 550640 M লেখা। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিলা ইসলাম

×