ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কাঁচা বাজারে সিন্ডিকেট করবে না ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ১৫:৩৪, ১০ জানুয়ারি ২০২৫

কাঁচা বাজারে সিন্ডিকেট করবে না ব্যবসায়ীরা

ছবি: জনকন্ঠ

চাটমোহর উপজেলার রেলবাজার কাঁচা বাজারে ব্যবসায়ীরা কোন সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও উচ্চ মূল্যে পণ্য দ্রব্য বিক্রয় করবে না বলে জানিয়েছে নব গঠিত কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় রেলবাজার কাঁচা বাজারে ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

রেলবাজার কাঁচা বাজার সমিতির সভাপতি মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি লিখন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক কাজী খোকন, কাঁচা বাজার সমিতির প্রধান উপদেষ্টা মোঃ হারুন বিশ্বাস, রেলবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আলম সিকদার, সাংবাদিক আব্দুল লতিফ রঞ্জু প্রমুখ।

JF

×