ছবি : সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পুলিশ টাউনের সামনে বুধবার রাত ২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে দুটি বাস ও একটি অ্যাম্বুলেন্স। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে দুটি বাসে আগুন ধরে যায়।
অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনের মৃত্যু হয়। আগুন ধরে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের চালক জাহিদুল ইসলাম গাড়ির সামনের কাঁচ ভেঙে প্রাণে বাঁচেন।
চালক অ্যাম্বুলেন্স থেকে বের হতে পারলেও যাত্রীরা গাড়ি থেকে বের হতে পারনি।
জাহিদুল ইসলাম আহতবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। গাড়িতে লাগা আগুনে তার দুইটি কান ও মাথার চুল পুড়ে গেছে।
মনিষা মিম