ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আন্দোলনের হামলার মামলায় আসামি ১৫০ জন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১২:৫৬, ১০ জানুয়ারি ২০২৫

আন্দোলনের হামলার মামলায় আসামি ১৫০ জন

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৫০ জনের নামে একটি মামলা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য দেন। 

মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিবুর রহমান মাহীকে প্রধান আসামি করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। অভিযোগ করা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে অবস্থান করলে সে সময় আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের হাফিজুর রহমান থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ রায়কে।

মনিষা মিম

×