ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডখ্যাত এ সড়কটি দেখার কেউ নেই। এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের (সওজ) আওতাধীন এ সড়কটিতে গত এক মাসে বিভিন্ন যানবাহন উল্টে প্রায় শতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। গত সরকারের আমলে জোড়াতালি দিয়ে কিছু সংস্কার করা হয়। তবে ড্রেনেজব্যবস্থা না থাকায় টানা বৃষ্টি হওয়ার ফলে পানি জমে সড়কের বিটুমিন ও খোয়া উঠে গেছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ সড়কটির দ্রুত সংস্কারের দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি।
এ সড়কে নিয়মিত ইজিবাইক চালান দুলাল তিনি বলেন, ‘প্রতিদিন এ সড়ক দিয়ে লাখ লাখ মানুষ আসা-যাওয়া করেন। কিন্তু কোনো সরকারই সড়কটি ঠিক করার উদ্যোগ নেয়নি। আমাদের থেকে চাঁদা উঠিয়ে দায় সারাভাবে শুধু ইট-সুরকি দিয়ে গেছে। এতে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।’
সোনারগাঁ পৌরসভার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘সড়ক সংস্কার না হওয়ায় যানবাহনগুলো ধীরগতিতে চলে। এতে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের বসে থাকতে হয়। সাবেক সংসদ সদস্য উদ্যোগে কিছু কিছু জায়গায় সংস্কার হলেও পুন: নির্মান হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, যেন অগ্রাধিকারভিত্তিতে এ সড়কটি সংস্কার করা হয়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী জানান, সড়কটি সওজের অধীনে থাকায় সংস্কারের বিষয়ে এলজিইডির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কটির ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে।
শাহ জালাল /জাফরান