ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় প্রায় পাঁচ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
নাজিরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের ৩টি প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন।
প্রকল্প ৩টি হলো-,৫ নং ওয়ার্ডস্থ ছতুল্লা ব্রীজ নির্মাণ,৫ নং ওয়ার্ডস্থ ধুরুং-দৌলতপুর সড়ক ও ৪ নং ওয়ার্ডস্থ আনোয়ার আলী চৌধুরী সড়ক।
এই উন্নয়ন প্রকল্পগুলোর লক্ষ্য হলো এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, জনদুর্ভোগ কমানো এবং পরিবহন সুবিধা বৃদ্ধি করা। নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে এবং কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল শহিদ ভুঁইয়া, উক্ত সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ স্থানীয় এলাকাবাসীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ।
আফরোজা