ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না রাজধানীতে! 

প্রকাশিত: ১১:৩৭, ১০ জানুয়ারি ২০২৫

দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না রাজধানীতে! 

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় নেই গ্যাস সরবরাহ। কিছু এলাকায় টানা কয়েকদিন ধরেই থাকছে না গ্যাস। পুরান ঢাকার পিকে গাঙ্গুলি লেন, কনকটুলি, নাজিরা বাজারসহ অনেক এলাকার বাসাবাড়িতে গ্যাসের সংকট তীব্র। কখনো ভোরে, কখনো গভীর রাতে মাত্র ঘন্টাখানেকের জন্য গ্যাস পাওয়া যায়। 

ঘরে রান্নায় ব্যাঘাত ঘটায় এসব জায়গার রেস্টুরেন্টে চাপ বাড়ছে। টানা ৮ থেকে ১০ দিন ধরে গ্যাস না থাকায়। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে সিলিন্ডার, অবৈধ ইলেকট্রিক চুলা ও হিটার ব্যবহার করছে। 

তিতাস বলছে, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি টার্মিনাল টানা তিনদিন বন্ধ থাকায় সংকট প্রকট হয়েছে। কিছুদিনের মধ্যে সংকট এই কেটে যাবে।

JF

×