ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিনা খরচে বিয়ে, থাকছে কক্সবাজারে ফ্রি হানিমুন

প্রকাশিত: ০৯:৫৭, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:২৭, ১০ জানুয়ারি ২০২৫

বিনা খরচে বিয়ে, থাকছে কক্সবাজারে ফ্রি হানিমুন

ছবি: সংগৃহীত

বিয়ে মানেই আমেজ। তবে যে বিয়ে করছেন সে এবং তার পরিবারের জন্য বিশাল দায়িত্বের ব্যাপার। এত বড় আয়োজন সামলে উঠতে অনেকেই হিমশিম খেয়ে ওঠেন। আবার এমন মানুষও পাওয়া যাবে যে বিয়ে করতে চাইছে কিন্তু সামর্থ্য নেই। এবার হয়তো সেই ঝামেলাকে বিদায় দেয়ার সময়।

সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমুনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয় কনের গহনার ব্যবস্থাও করবে এই সংস্থা। এছাড়া থাকছে আরও অনেক সুবিধা। 

বর-কনের জন্য বিয়ের আনুষঙ্গিক সবকিছুর ব্যবস্থা করা হবে। পাশাপাশি বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথিকে খাওয়ানোর ব্যবস্থা, সঙ্গে থাকবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ। তবে এই বিয়ের শর্ত একটাই বিয়ে হতে হবে যৌতুকবিহীন এবং নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে।

জানুয়ারি মাসের ১৮ তারিখ শনিবার বসবে এই বিয়ের আসর। তবে এজন্য রেজিস্ট্রেশন করতে হবে ১০ জানুয়ারির মধ্যে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় থাকছে বেশকিছু সুবিধা।

জানুন কি কি সুবিধা থাকছে-


বিয়ের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না বরকনে বা তার পরিবারকে। বর কনের পোশাক দেবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। কনের সাজ ও গয়নার ব্যবস্থা করা হবে। প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এমনকি কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে আছে কক্সবাজারে হানিমুনের সুযোগ। এছাড়াও থাকবে বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে ফ্রি কাউন্সিলিং সেবার ব্যবস্থা। 


এই আয়োজনের উদ্দেশ্য একটু ভিন্ন। যৌতুকবিরোধী বিয়ে হবে এবং ন্যায্য দেনমোহর নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর দিতে হবে। এমনটাই বলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন।

শিলা ইসলাম

×