লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাজু আক্তার মাদক ব্যবসায়ী মো. জুয়েলের স্ত্রী। গোয়েন্দা পুলিশের তথ্যমতে, জুয়েলের কাছে বিদেশি পিস্তল থাকার গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে জুয়েলকে পাওয়া না গেলেও তার ঘর থেকে পিস্তল উদ্ধার এবং স্ত্রী সাজুকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো জানান, অভিযানে জুয়েল অনুপস্থিত ছিলেন, তবে তার স্ত্রীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রাজু