ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:১৩, ১০ জানুয়ারি ২০২৫

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

অস্ত্রসহ আটক

দর্শনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ছোট শলুয়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটকদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি ২২ মি.মি. রাইফেল, একটি হাঁসুয়া দা এবং দুটি লম্বা ছুরি জব্দ করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ছোট শলুয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে ওই গ্রামের রবিউল ইসলাম, সাজিদুল, বাপ্পি, বাবুল হোসেন ও ইসলামকে আটক করা হয়। পরে তাদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, আটক যুবকরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাদের আটকের পর স্থানীয় এলাকায় স্বস্তি ফিরেছে।

শহীদ

×