ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সাভারে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥

প্রকাশিত: ২২:২৯, ৯ জানুয়ারি ২০২৫

সাভারে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার 

ছবিঃ জনকণ্ঠ

সাভারে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, মানিকগঞ্জের ঘিউর থানার বাসিন্দা সাহাদাৎ, ফারুক চৌধুরী মাসুম, আবদুল রাজ্জাক, গাজীপুরের দেলোয়ার হোসেন ও হবিগঞ্জের চুনারোঘাটের কাউছার মিয়া।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করত তারা।

জাফরান

×