ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৮:১২, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:১৩, ৯ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকীর সম্মুখীন। আধিপত্যবাধী ও তাদের দোসর বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানী দিয়ে ভূমি দখলের পায়তারা করছে। তাদের কয়েকটি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এখনো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। 

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক টুইট বার্তায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে নাক গলিয়েছেন। আমাদের পূর্ব সীমান্তের মায়ানমার অস্থিতিশীল। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের সম্মুখীন। দেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান। এমতাবস্থায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো সুসংহত করতে হবে। সকল পক্ষকে সহনশীল আচরণ প্রদর্শণ করতে হবে। গণ-অভ্যুত্থানে সকল দেশপ্রেমিক দল ও মতের অংশগ্রহণের স্বীকৃতি দিয়ে বিপ্লোবত্তর দেশ পুনর্গঠনে সবার আত্মনিয়োগ করা দরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগান দিবে, ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
 জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট লালন করে এই মুহূর্তে খেলাফত মজলিস ‘বিভেদ নয় ঐক্য - কল্যাণমূলক রাষ্ট্র’ গঠনের কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সুফল দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে ময়দানে তৎপর রয়েছে।

শেখ হাসিনা সহ তার দোসরদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামতকে প্রাধান্য দিতে আমরা সরকারের প্রতি আবারো জোর দাবি জানাচ্ছি। মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়ন কমিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ কামনা করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন সহ দেশের সামর্থবান সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

গতকাল সন্ধ্যা ৭ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। 
 

মনিষা মিম

×