ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ফরিদপুর

দিন-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা, আটক ১

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৭:৩৮, ৯ জানুয়ারি ২০২৫

দিন-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা, আটক ১

ছবি : সংগৃহীত

ফরিদপুর শহরের নীলটুলি স্বর্ণকার পট্টিতে দিন-দুপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় দোকানের কোন মালামাল খোয়া যায়নি। পুলিশ পরে সেই ডাকাত সদস্যকে নিজেদের হেফাজতে নেয়।

জানা যায়, ফরিদপুর শহরের সোনার মার্কেট বলে খ্যাত নীলটুলি স্বর্ণকার পট্টির মীর ম্যানশনের প্রগতি জুয়েলার্সে বৃহস্পতিবার সাত-আট জনের ডাকাতদল দুপুরে খাওয়ার  বিরতির সময় নির্জনতার সুযোগে প্রগতি জুয়েলার্স-এর সাটারের তালা কাটার চেষ্টা করে। এ সময় আশেপাশের সকল দোকান বন্ধ ছিল। ডাকাত দল সাটারের তালা কাটার সময় চাদর দিয়ে দোকানের শাটারটি ঢেকে রাখে।  কিন্তু এ সময় হঠাৎ করে মার্কেটের অন্য একটি দোকানের একজন কর্মচারী এসে ব্যাপারটা টের পেয়ে অন্যদের ডাক দেয়। ডাকাত দল মার্কটের লোকজন টের পেয়েছে বুঝতে পেরে পালিয়ে যেতে থাকে। কিন্তু তখন অন্য দোকানের কর্মচারীরা এসে একজন অজ্ঞাত পুরুষ ডাকাতকে ধরে ফেলে তাকে গনপিটুনি দেয়। দোকানের সিসি ক্যাম্যারা দেখে আটক ব্যাক্তি ডাকাতদলের সদস্য বলে নিশ্চিত হয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ডাকাত সদস্যকে থানায় নিয়ে আসে। 

প্রগতি জুয়েলার্স-এর মালিক, ফরিদপুর জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি নন্দ কর্মকার জানান, আমি দুপুর ১ টা ৫০ মিনিটে দোকানের সাটারে তালা মেরে বাসায় খাবার খেতে যাই। এর কিছুক্ষণ  পরে আনুমানিক বেলা ২ টার সময় ডাকাতদল এসে সাটারের তালা ভাঙতে চেষ্টা করে। কয়েকটি তালা ভেঙ্গে ফেললেও  অন্য দোকানের কর্মচারীরা টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। পুলিশকে খবর দিয়ে ওই ডাকাত দলের সদস্যকে তাদের কাছে হস্তান্তর করি। দোকানের ভিতরে  ঢুকতে না পারায় কোন মালামাল খোয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান স্বর্ণকার পট্টি থেকে  দোকানের শাটার ভাঙার সময় একজন ডাকাতকে এলাকাবাসী হাতেনাতে আটক করেছে। পরে আমরা খবর পেয়ে ওই ডাকাত সদস্যকে থানায় নিয়ে আসি। তার নাম পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।  
 

অভিজিৎ রায়/মো. মহিউদ্দিন

×