ছবি: সংগৃহীত।
বিশ্ব ইজতেমা নিয়ে দুটি পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একপক্ষ মাঠে ইজতেমা প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে, অন্য পক্ষ উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে হত্যা মামলা করার জন্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাদপন্থীরা নিহত বেলাল হোসেনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার জন্য পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা জিএমপি সদর দপ্তর, জেলা প্রশাসন এবং টঙ্গী উপ-পুলিশ কমিশনারের অফিসে একাধিক বৈঠক করেছেন।
বৈঠক শেষে সাদপন্থীরা জানান, “আমরা হাইকোর্টের নির্দেশনা নিয়ে এসেও টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করতে পারছি না। পুলিশ আমাদের কথা এবং আদালতের আদেশ মানছে না। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, জুবায়েরপন্থীরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। তবে, সাদপন্থীরা যদি দ্বিতীয় পর্বে ইজতেমা না করতে পারে, তবে একপর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। অন্যথায়, সাদপন্থীরা দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি আয়োজন করতে পারলে তেমনটি হবে।
এখন পর্যন্ত, জুবায়েরপন্থীরা সাদপন্থীদের ইজতেমা আয়োজন করতে না দেওয়ার হুমকি দিয়েছে, আর সাদপন্থীরা তাদের ইজতেমা আয়োজন করতে একদম অনড় অবস্থানে রয়েছেন। এর ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
নুসরাত