ছবি : সংগৃহীত
সোনালী ব্যাংক বাউফল শাখার ব্যাপস্থাপকের বিরুদ্ধে ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা লিখিত অভিযোগ করেছেন। গ্রাহক হয়রানি ও অসদাচরণের অভিযোগ এনে তারা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বরিশাল সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারের কাছে এ লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সোনালী ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুন ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে সাধারণ লেনদেনের ক্ষেত্রে অসদাচরণ ও হয়রানি করে আসছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে এ অসদাচরণ ও হয়রানি করছেন। লেনদেনের বিষয়ে তার কাছে গেলে বলেন, “লাঞ্চের পরে আসেন। আগামীকাল আসেন। টাকা মারার ধান্দায় আছেন। এত ছটফটানি কিসের। আপনাদের ইউএনও-কে ফোন দিতে বলেন। ইউএওনও’র প্রত্যায়নপত্র নিয়ে আসেন।” ইত্যাদি কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন।
এ ছাড়াও তিনি নানা ধরনের অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কাগজপত্র চান। তার এ অসদাচরণের প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ধরনের আচরণ তিনি অন্যান্য গ্রাহকদের সাথেও করেন। তার এই অসদাচরণের কারণে সোনালী ব্যাংকের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
লিখিত অভিযোগে বাউফল, দাশপাড়া, কালাইয়া, নওমালা, চন্দ্রদ্বিপ, নাজিরপুর, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া, কালিশুরী, কনকদিয়া, বগা, আদাবাড়িয়া, মদনপুরা ও সূর্যমনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা স্বাক্ষর করেন।
এ অভিযোগের বিষয়ে সোনালী ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগের কোনটিই সত্য নয়।
কামরুজ্জামান বাচ্চু/মো. মহিউদ্দিন