ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভোলায় যৌথ অভিযানে স্কুল শিক্ষককে আটকের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্কুল শিক্ষককে মুক্তির দাবিতে বিক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৬:৪৭, ৯ জানুয়ারি ২০২৫

স্কুল শিক্ষককে মুক্তির দাবিতে বিক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও ২ রাউন্ড গোলাসহ একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ ফরাজী (৫০) কে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষক তোফায়েল আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র উল্লেখ করে তার মুক্তির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে একই দাবিতে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

কোস্ট গার্ড দক্ষিণ জোন কার্যালয়ে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেঃ কমান্ডার মিনহাজুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজী এর নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ভোলা সদরে মাস্টার কলোনী সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্য ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গোলা, ৪ টি হাতবোমা ও ১ টি পাসপোর্টসহ আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে আটককৃত তোফায়েল আহমদ ফরাজী ভোলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ও শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র উল্লেখ করে তার মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এসময় শিক্ষকের মুক্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। পরে তারা সদর থানার সামনেও অবস্থান নিযে বিক্ষোভ করেন। বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করে। আটক শিক্ষক তোফায়েল আহমেদ ভোলা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।

হাসিব রহমান / মো. মহিউদ্দিন

×