ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় নির্বাচন অফিসে এসেই ধরা পড়েছেন এক রোহিঙ্গা নাগরিক। তার নাম মোহাম্মদ সাবেদ (৪০)। সে মায়ানমারের বুতিদং মুনিং এলাকার আবদুল হাকিমের পুত্র। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের ভোটার কার্ড যাচাই করতে গেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ধরা পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জিজ্ঞাসাবাদ করে সত্যতা পাওয়ায় তাকে আটক করেন। আটককৃত ওই রোহিঙ্গা নাগরিক পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।
জানা গেছে, আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামাল পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের বাসিন্দা দেখিয়ে ভোটার হন। তার ভোটার নং- ৬৯০৮৩১৪৭৬৫। রোহিঙ্গা এ নাগরিকের ভোটার কার্ড নির্বাচন কমিশনের সার্ভারে লক করে রাখা হয়। যার কারনে আনোয়ার কামাল নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। সে নিজে নির্বাচন অফিসে না গিয়ে রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ সাবেদকে পটিয়া উপজেলা নির্বাচন অফিসে পাঠান। এসময় নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলামের সন্দেহ হলে তিনি নির্বাচন কমিশনের সার্ভারে ঢুকে দেখতে পান আনোয়ার কামালের আইডি লক। এসময় সাবেদকে জিজ্ঞাসাবাদ করলে সে মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। সাবেদ কক্সবাজারের বালু খালী ক্যাম্প-১৮ ও আনোয়ার কামাল ক্যাম্প-১৭ এর বাসিন্দা। দুইজনেই রোহিঙ্গা নাগরিক।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, আনোয়ার কামাল ও মোহাম্মদ সাবেদ দুইজনেই রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজার ক্যাম্প-১৭ ও ক্যাম্প-১৮ এর বাসিন্দা। সেখান থেকে পালিয়ে তথ্য গোপন করে ভোটার হয়েছেন। এর মধ্যে আনোয়ার কামালের আইডি সার্ভারে লক থাকায় নাগরিক সেবা বন্ধ রয়েছে। আটককৃত সাবেদ নির্বাচন অফিসে তথ্য যাচাই করতে গেলে সন্দেহ হয়। পরে আটক করে পুলিশে সোর্পদ করেন।
পটিয়া থানার উপ পরিদর্শক ইয়ামিন সুমন জানিয়েছেন, এক রোহিঙ্গার নাগরিক সেবা বন্ধ থাকায় নির্বাচন অফিসে যাচাই করতে গেলে ধরা পড়েন। এসব রোহিঙ্গার কারণে পটিয়ায় নানা অপরাধের ঘটনা ঘটছে।
বিকাশ চৌধুরী /মো. মহিউদ্দিন