মুকসুদপুরে কালের বিবর্তনে উজানী রাজবাড়ীর প্রাচীন শিল্প নিদর্শনগুলো অনেকাংশে হারিয়ে যাচ্ছে। তবে জমিদারী প্রথার সাক্ষী হিসেবে রাজবাড়িটি টিকে থাকলেও যথাযথ সংস্কারের অভাবে এই স্থাপনার সৌন্দর্য বিলুপ্তির পথে।
জানাগেছে, ব্রিটিশ শাসনামলে যশোর জেলা থেকে গোবিন্দ ও সুর নারায়ণ নামের দুই জমিদার মুকসুদপুরের উজানী গ্রামে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তারা তেলিহাটি পরগনার প্রায় ৫০ হেক্টর এলাকা নিয়ে জমিদারী প্রথা চালু করেন এবং জমিদারী কাজের জন্য কয়েকটি দ্বিতল ও ত্রিতল প্রাসাদ নির্মাণ করেন। সে পরিকল্পনার অংশ হিসাবে উজানিতে কারুকার্যখচিত জমিদার বাড়ি নির্মাণ করা হয়, যা বর্তমানে উজানী রাজবাড়ী হিসেবে পরিচিত।
প্রাসাদ ব্যতীত উজানী রাজবাড়ীতে আরও আছে বৈঠকখানা, পুকুরের ঘাট, মঠ ও মন্দির। জমিদারী প্রথা বিলুপ্তির সাথে সাথে জমিদার ও তাদের উত্তরসূরিরা ভারতে চলে গেলেও সুর নারায়ণের বংশধররা এখনো এই উজানী জমিদার বাড়ীতে বসবাস করছেন। তৎকালীন সময়ে উজানী জমিদারের মোট ৭টি জমিদারী ছিল। বর্তমানে কারুকার্যখচিত উজানী রাজবাড়ীর পুরনো পাঁচিল, মন্দির ও টেরাকোটা ঘেরা মঠের ছাদ প্রায় ভেঙ্গে গিয়েছে এবং জমিদার বাড়ীর সাথে অবস্থিত কষ্টিপাথরের কালীমন্দির ও বিশাল দীঘি সংস্কারের অভাবে বিলুপ্তপ্রায়।
মহি