ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা,নিহত ৩

নিজস্ব সংবাদদাতা,হালুয়াঘাট,ময়মনসিংহ 

প্রকাশিত: ১৪:৫৭, ৯ জানুয়ারি ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা,নিহত ৩

হালুয়াঘাট থানার

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,ময়মনসিংহ সদরের দাপুনিয়ার লিয়াকত আলীর পুত্র আল আকসা এবং গোয়াইলকান্দি এলাকার মোখলেছুর রহমানের পুত্র শাকিল । এছাড়া মারাত্মক আহত হয়েছেন নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের পুত্র ফাহাদ মাহমুদ ফারাবী। 

জানা যায়, পরে আহত ফাহাদ মাহমুদ ফারাবী ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

হালুয়াঘাট থানার (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা 
চলমান রয়েছে । 

শিলা ইসলাম

×