চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে দ্রুত গতিতে আসা মিনি ট্রাকের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাডে ৪টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ঝিঁঝি ফকির মাজারের সামান্য উত্তর পাশে প্রধান সড়কের উপর এ ঘটনা ঘটেছে।
তবে ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয়রা আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দুর্ঘটায় নিহত বৃদ্ধ আবুল কাশেম (৬৫) উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুস সত্তারের পুত্র বলে নিশ্চিত করেছে নিহতের ভাগিনা মো. সোহান উদ্দিন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনজি ফকির মাজার সামান্য উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মিনি ট্রাক আবুল কাশেম নামে বৃদ্ধ পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে একপর্যায়ে অন্তত ১০ হাত দুরে গিয়ে ছিটকে পড়েন আবুল কাশেম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।
এ বিষয়ে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি তপন কুমার বাকচী বলেন, সডক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে এবিষয়ে লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মহি