ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

সাভারে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, বিস্ফোরণে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৩:০৭, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:০৯, ৯ জানুয়ারি ২০২৫

সাভারে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, বিস্ফোরণে নিহত ৪

বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়

সাভারে একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সেই সাথে আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যুর বিষয় জানতে পেরেছি।

JF

×