ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বাংলাদেশে প্রথম লিথিয়াম ব্যাটারি, সাধারণের চেয়ে ৮ গুণ শক্তিশালী 

প্রকাশিত: ১২:০৩, ৯ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে প্রথম লিথিয়াম ব্যাটারি, সাধারণের চেয়ে ৮ গুণ শক্তিশালী 

ছবি: সংগৃহীত

বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক এইচ কিউ লিথিয়াম আয়রন ব্যাটারির দেশজুড়ে মার্কেটিং ক্যাম্পিং শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে লিও আইসিটি কেবলস পিএলসি এর ফ্যাক্টরিতে এই ক্যাম্পেইন আয়োজিত হয়। 

লিইও আইসিটি ক্যাবল পি এল সি বাজারে নিয়ে এসেছে এক অত্যাধুনিক ব্যাটারি যা দুশ্চিন্তা কমিয়ে দিতে সক্ষম। কেননা বাজারে যেসব ব্যাটারি আছে তা ৬ মাস থেকে এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। আর চার্জও খুব বেশি থাকে না। 

এবার গাজীপুরে এই পন্যে মার্কেটিং ক্যাম্পেইন উদ্বোধন করেন হুনান টাইমস ইউনাইটেড নিউ এনার্জি চায়নার চীফ কো-অর্ডিনেটর ডুয়াং ইউং লুইছ। 

সে সময় তিনি বলেন,'এইচ কিউ লিথিয়াম ব্যাটারি ১০ বছর পর্যন্ত কাজ করবে।' 

অত্যাধুনিক এই ব্যাটারি ২ ঘন্টায় ফুল চার্জ হয় যা দিয়ে ১০ থেকে ১২ ঘন্টা চলবে রিক্সা, অটোরিক্সা ও বিভিন্ন থ্রি হুইলার যানবাহন। 

এছাড়া এই ব্যাটারির প্রতিষ্ঠানটি ২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের বিক্রোয়ত্তর সেবা প্রদান করবে। এছাড়া পুরাতন ব্যাটারি দিয়ে নতুন লিথিয়াম ব্যাটারি কিনলে পাওয়া যাচ্ছে বিশেষ মূল্য ছাড়। 

লিও আইসিটি ক্যাবল পিএলসি এর জেনারেল ম্যানেজার শরীফ হোসেন বলেন, 'থ্রি হুইলার রিক্সাচালকদের জন্য  এটি অত্যন্ত উপযোগী একটি পণ্য। অবশ্যই এটি পরিবেশবান্ধব। এর চার্জিং ক্ষমতাও বেশি। সাধারণ ব্যাটারির চেয়ে ৮ গুণ শক্তিশালী' 

বাংলাদেশের প্রযুক্তিখাতের উন্নয়নে এই পণ্য ভুমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা বলছেন। 

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=QKu4eT-8M98

শিলা ইসলাম

×