ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সিদ্ধিরগঞ্জ

কিশোরগ্যাংয়ের তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও দোকানে হামলা

প্রকাশিত: ০৭:৪৯, ৯ জানুয়ারি ২০২৫

কিশোরগ্যাংয়ের তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও দোকানে হামলা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার রাতে রামদা, চাপাতি ও লাঠিসোঠা নিয়ে একদল কিশোর রসুলবাগ ও বাগমারা এলাকায় মহড়া দেয়। এ সময় তারা কয়েকটি বাড়ি ও দোকানে হামলা চালিয়ে মালপত্র লুট করে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিশোরগ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এর আগে তারা কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা অফিসে থাকা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং নেতাদের ছবি ভাঙচুর করে।

এ ঘটনায় স্থানীয়রা রাতভর আতঙ্কে ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, কিশোরগ্যাংয়ের তাণ্ডব এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা।

মো. মহিউদ্দিন

×