উদ্ধারকৃত ১৪ জন পর্যটকের সাথে পুলিশ / ছবি : সংগৃহীত
গত বুধবার (৮ জানুয়ারি) কুয়াকাটার অদূরে চরবিজয় বেড়াতে গিয়ে ফেরার সময় সাগরে পথ হারিয়ে যাওয়া ১৪ পর্যটক জরুরি সেবা ৯৯৯ কল করে উদ্ধার হয়েছেন। বুধবার সন্ধ্যায় এদের উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খবরটি নিশ্চিত করেন।
পর্যটক ডাঃ গোলাম ইসতিয়াক আবির বুধবার বেলা ১১টার দিকে কুয়াকাটা থেকে স্বপরিবারে মোট ১৪ জন একটি ফাইবার বোটে চরবিজয় বেড়াতে যান। কুয়াকাটা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সেখান থেকে তারা বিকাল তিনটার দিকে ফিরছিলেন। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ফেলেন। অনেকক্ষণ সাগরে ঘুরতে থাকেন, কিন্তু ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না। উপায় না পেয়ে তাৎক্ষণিক তারা সরকারি জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। পরে কুয়াকাটা নৌপুলিশ গিয়ে উদ্ধার করে।
কুয়াকাটা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, জাতীয় জরুরি সেবা থেকে তাকে অবগত করা হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত অফিসার ফোর্স নিয়ে স্পিডবোটযোগে পর্যটকের বোটকে শনাক্ত করে নিরাপদে কিনারে নিয়ে আসেন। উদ্ধার হওয়া পর্যটকরা পুলিশের এমন ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মেজবাহউদ্দিন মাননু/মো. মহিউদ্দিন