অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ , মেজর (অব.) এ কে এম শাকিল নেওয়াজ এক টকশোতে সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনার তদন্তে গঠিত কমিটির দূর্বলতা তুলে ধরেন।
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার ঘটনাকে তিনি স্যাবোটাজ নাকি স্বাভাবিক দূর্ঘটনা মনে করেন ,উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পুরোটাই সন্দেহজনক।
তিনি জানান, যে মন্ত্রণালয়গুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ সেগুলোর ফাইলই পুড়ে গিয়েছে ।
এরকম গুরুত্বপূর্ণ জায়গা সম্পূর্ণরূপে অগ্নিরোধী হওয়ার কথা ছিলো। কিন্তু সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থাও ওইদিন অকেজো ছিলো। পানির হোস অকেজো ছিলো, অপারেট করার লোকও ছিলো না সেদিন ।
এ কে এম শাকিল নেওয়াজ এর দাবি,ফায়ার ডিটেকশন সিস্টেম কেনো কাজ করেনি এ বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং জবাদিহিতার আওতায় আনতে হবে । উনি আরো বলেন,সচিবালয়ে একটি স্বতন্ত্র শাখা থাকবে যেখানে সকল অভিজ্ঞ জনবল যেমন-ইলেকট্রিক এক্সপার্ট, ফায়ার এক্সপার্ট দের এখানে নিয়োগ করতে হবে।