ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বান্দরবানের নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ০০:৩৩, ৭ জানুয়ারি ২০২৫

বান্দরবানের নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি

শামীম আরা রিনি

বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) শামীম আরা রিনি। সোমবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর রিনিকে কুষ্টিয়ার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তার সেই আদেশ বাতিল করে বান্দরবানের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
একই সঙ্গে গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে প্রত্যাহার করে জীবন বিমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উপ-সচিব) নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তাদের সেই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৪ জুলাই থেকে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপ-সচিব শাহ্ মোজাহিদ উদ্দিন।

×