ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

বিচারক ও আদালত ঘেরাওয়ের হুমকি, হাইকোর্টে ক্ষমা চাইলেন নওগাঁর পিপি

প্রকাশিত: ১৯:২৯, ৬ জানুয়ারি ২০২৫

বিচারক ও আদালত ঘেরাওয়ের হুমকি, হাইকোর্টে ক্ষমা চাইলেন নওগাঁর পিপি

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং আদালত ঘেরাওয়ের হুমকির ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে, আদালত পরবর্তী আদেশের জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে, এবং তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এর আগে, ১৮ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে আবু জাইদ রফিকুল ইসলামের বিরুদ্ধে রুল জারি করে এবং তাকে তলব করেছিল হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে জানান, "নওগাঁর পিপি আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন আচরণ করবেন না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।"

গত ২ ডিসেম্বর, নওগাঁর বিচারক রবিউল ইসলাম সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর একটি অভিযোগ করেন, যাতে তিনি উল্লেখ করেন যে, পাবলিক প্রসিকিউটর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে অযাচিতভাবে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য ম্যাজিস্ট্রেটদের প্রকাশ্যে হুমকি দেন এবং আদালত ঘেরাওয়ের হুমকি প্রদান করেন।

এ অভিযোগের পর, সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠায় এবং প্রধান বিচারপতি এটি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।

আর কে

×