ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

১৪ বছর প্রেমের পর নাটোরের যুবককে মালয়েশিয়ান তরুণীর বিয়ে

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৪:৫৩, ৫ জানুয়ারি ২০২৫

১৪ বছর প্রেমের পর নাটোরের যুবককে মালয়েশিয়ান তরুণীর বিয়ে

আনিছ রহমান ও সিটি হাসনা

দীর্ঘ ১৪ বছর প্রেমের পর নাটোরে আদালত চত্ত্বরে নাটোরের যুবক আনিছ রহমানকে (৪২) বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা (৩২)। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্ত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন। 

এর আগে গতকাল শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিক আনিছ রহমানের বাড়িতে আসেন ওই তরুণী। আনিছ খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে এবং সিটি হাসনা মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে আনিছ ও সিটি হাসনার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় সিটি হাসনা বাংলাদেশে আসতে পারেননি। এরই একপর্যায়ে উভয় পক্ষের পারিবারিক সিদ্ধান্তে রবিবার দুপুরে নাটোর আদালত চত্ত্বরে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় মালয়েশিয়ান তরুণীর মা উপস্থিত ছিলেন। বিয়ের পর আদালত চত্ত্বরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নব এ দম্পত্তি। 

৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তাদের দু’জনের জন্য শুভ কামনা ও দোয়া রইল।

প্রেমিক আনিছ রহমান জানান, ১৪ বছরের প্রেমেরর সম্পর্ক ছিল আমাদের। আজ পারিবারিক ও আইনগতভাবে বিয়ের মধ্য দিয়ে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমরা আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন জানান, মালয়েশিয়ায় কাজের সুবাদে আনিছ রহমান ও সিটি হাসনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পক্ষের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আদালত চত্ত্বরে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এম হাসান

×