গয়েশ্বর চন্দ্র রায়
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে ও বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখনো তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। তাই বিলম্ব না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সদস্য মো. রায়হান মিয়ার অয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণ চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে। ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলা ও হামলার শিকার হয়েছে।
বিএনপি নেতারা ঘরে ঘুমাতে পারেনি। হাসিনা সরকার দেশের মানুষের সঙ্গে নির্বাচনের নামে তামাশা করেছে।
দিনের ভোট রাতেই হয়ে গেছে। বাংলাদেশে আর জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
দিনের ভোট আর রাতে হবে না। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা, যুবদল নেতা পাবেল মোল্লা ও মোহাম্মদ মোস্তাক হোসেন প্রমুখ।